Posts

Showing posts from August, 2020

খুকুর ভাবনা (ছোটদের ছড়া) - সন্দীপ বাউল

Image
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান। ঘরে এখন বন্দী খুকু মন আনচান। বাড়িয়ে হাত, ভিজিয়ে জলে হচ্ছে শুদ্ধিকরণ। সবাই এখন বলছে ডেকে বাইরে গেলেই মরণ। ফড়িংগুলো উড়ছে কেমন মেলে দুই ডানা। ওদের কেন কেউ বকে না ওড়া এখন মানা¡ খুকুর ব্যথা বুঝবে কে সে এমন আছে কৈ। ইচ্ছা করে নেচে আসতে তাতা থৈ থৈ। বন্ধ আজ হয়েছে তার পড়াশুনার খাতা। হেলে দুলে বলছে কথা গাছের সবুজ পাতা। ভিজেও কেমন পাখিগুলোর কিচির মিচির হাসা। ঝরিয়ে পালক আগলে রাখে আপন নিজের বাসা। নড়চড়ে ঘরে আছে ছোট্ট ছানাপনা। জুটাতে খাবার মেঘলা দিনে মন আনমনা। ইচ্ছা করে দৌড়ে গিয়ে দেয় দুটি দানা। বাচ্চাগুলো আছে কেমন আছে কার জানা? ভেকেরা আবার বেজায় খুশি ডাকছে গ্যাঙোর গ্যা়ং। লাফিয়ে ঝাঁপিয়ে কেউ আবার ভাঙে নিজের ঠ্যাং। প্রজাপতি ভাবে বসে কার কাছে যাবে? ঝরা ফুলে কার কাছে খোঁজ খবর নেবে? কুকুর খালি শুকনো গলায় ডাকে ঘেউ ঘেউ। খালি পেটে বলছে যেন আছে নাকি কেউ? অন্ধকারেই জোনাকি খালি দেখাই শুধু আলো। দিনে কেন দেখায় না ওরা যত জগতের কালো? ঘাসের ডগায় বৃষ্টিতে ঐ লেগে আছে মুক্ত। ছোটদের ভাবতে কথা হই না কেন যুক্ত? বড়োরা খালি করে শাসন ছোটদেরই শেখায়। বড়ো বলেই বড়ো নাতো বড়

অপেক্ষার চব্বিশটা বছর - মৃনাল কান্তি বিশ্বাস

Image
তুমি আসবে বলে যখন ঠিক করেছ --- ? তখন অনেক- অনেক - দেরি হয়ে গেছে ! সোনালী পাখির ডানার নিচে নেমে গেছে বিকেলের রোদ । জীবন ছুটটে - ছুটটে - থেমে গেছে শুন্য হাতে , দেওয়ার কিছু নেই ! তুমি আসবে বলে যখন ঠিক করেছ --- ? তখন অনেক - অনেক - দেরি হয়ে গেছে ! আসা যাওয়া চেনা পথগুলো ছেঁয়ে গেছে বুনো ঘাসে । মনের মোহনায় জেঁগেছে চর ইচ্ছা গুলো আটকিয়ে আছে তার বালুতে ! বন্ধ হয়ে গেছে পারাপারের সব পথ আপেক্ষায় নেই কেউ -- ! অন্ধকারে ভরেছে তট , তুমি শুধু অসময়ে !! তুমি আসবে বলে যখন ঠিক করেছ ---- ? তখন অনেক - অনেক - দেরি হয়ে গেছে ! সময় বিক্রি হয়ে গেছে ফেরিওয়ালার ঝুলিতে --- বসন্ত চলে গেছে বৈশাখীর থাবায় । নব্যতা হারিয়েছে জীবনের প্রবাহ , মুক্ত চরায় আটকিয়ে আছে তার স্রোত ! তুমি আসবে বলে যখন ঠিক করেছ -- ? তখন অনেক- অনেক - দেরি হয়ে গেছে ! হৃৎপিন্ড তার নিজের শক্তি ক্ষয়েছে ঠোঁটে ভাঁজ এসেছে সময়ের ব্যাবধানে ! সময় আর রঙ মাখার আনন্দে নেই । অবেলায় নোঙর তুলে ভেসে চলে জীবন ছেড়া পালে জীর্ন তরী, স্রোতের টানে --- ছুটে চলে নিয়মের গতিতে কালের পথে ! তুমি আসবে বলে যখন ঠিক করেছ --- ? তখন অনেক - অনেক - দেরি হয়ে গেছে ! একে একে কেঁটে গেছে চব্বি

বিপরীত প্রতিক্রিয়া - আহম্মেদ আব্দুল্লাহ

Image
সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই আম্মু গালে কষিয়ে চড় মেরে দিলো। -মারলে কেনো আম্মু? -মারবো না তো কি করবো তোর মতো ছেলেরা সকাল ৮ টায় কেনো ঘুম থেকে উঠবে।তুই বড় ঘরের সন্তান ১২ টার আগে একদমই ঘুম থেকে উঠা চলবে না।ঠিক আছে আম্মু আর এমন হবে না। সেটা না হয় বুঝলাম করবি না রাতে এতো তাড়াতাড়ি ঘুমানোও চলবে না।পাশের বাসার ভাবির ছেলে পাবজির এক নাম্বারে খেলোয়াড় বাংলাদেশে।আর তুই এখনো ২০ লেভেলেই ফেরতে পারিস নাই।তোর ভবিষ্যতে অন্ধকার।শুন সারারাত জেগে পাবজি খেলে যদি এক নাম্বার হতে না পারিস তাহলে বাড়ি থেকে বিদায় করে দিবো। সেদিন ঘুম থেকে লাফিয়ে উঠলাম আগুন আগুন বলে,আমার বই খাতা সব পুড়িয়ে দিচ্ছে সবাই মিলে।জিজ্ঞেস করলাম আম্মু, আব্বু এমন করছো কেনো?তোকে না কত বার বললাম যে পড়াশোনা করতে হবে না।পাশের বাসার ভাবির ছেলে মাস্তানি করে বেড়ায়।তোকে ও করতে হবে টপ ওয়ানের মাস্তান হতে হবে।প্রয়োজনে দেশের বাহিরে পাঠিয়ে দিবো,সেখানে গিয়ে মাস্তানি স্কুলে পড়ে সাটিফিকেট অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করবি। সেদিন আম্মুর কাছে দুধ খেতে চাইলাম রাত জেগে গল্প লিখতে, লিখতে মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে,দুধ খেলে হয়তো একটু ভালো লাগবে।আম্মু কাঁদো কাঁদো গলায় আব্ব

ভালবাসি ভালবাসি - আসাদুজ্জামান রাজ

Image
ভালবাসি ভালবাসি __"আসাদুজ্জামান রাজ" . আবির অফিস থেকে আসতেই নেহা বিরক্তকর অভিযোগ বলতে শুরু করে দিয়েছে . কেন তুমি আমাকে বিয়ে করেছ.?(নেহা) -এইটা আবার কেমন কথা? আর মানুষ বিয়ে কি জন্য করে?(আবির) -বাংলা কথা বুঝ না. আমি যে তোমার স্ত্রী তার কোন মূল্য আছে তোমার কাছে? আর আমার কি করতে ভাল লাগে কোথায় যেতে ভাল লাগে.? কি পরতে' কি খেতে ভাল লাগে এসব তুমি জান? জানার চেষ্টা ও করেছ কখনো ?(নেহা অনেকটা রাগি কন্ঠে বলল) -দেখ নেহা আমি অনেক ক্লান্ত সারাদিন অফিস করে এসে তোমার সাথে ঝগড়া করার মুড নেই । প্লিজ চুপ করে যাও(আবির) -কেন চুপ করব ? আর তুমি এটাও মনে রেখো শুধু একসাথে বাস করলে সংসার হয় না। আরো কিছু লাগে! .. .. নেহা কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করল ! দেখ আবির অনেক হয়েছে আমি আর এভাবে তোমার সাথে থাকতে পারব না । আমি কালই মায়ের বাসায় চলে যাব । . এসব কথা আবির সয্য করতে না পেরে! আবির নিজেই কিছু না বলেই রুম থেকে বের হয়ে গেল! খাটের কোনে বসে কাঁদছে নেহা।তাদের বিয়ে হয়েছে প্রায় বছর খানেক আগে ,পারিবারিক ভাবেই।প্রথম দিকে ভালই চলছিল তাদের সংসার ।আবির একটু চা