খুকুর ভাবনা (ছোটদের ছড়া) - সন্দীপ বাউল


বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদে এল বান।
ঘরে এখন বন্দী খুকু
মন আনচান।
বাড়িয়ে হাত, ভিজিয়ে জলে
হচ্ছে শুদ্ধিকরণ।
সবাই এখন বলছে ডেকে
বাইরে গেলেই মরণ।
ফড়িংগুলো উড়ছে কেমন
মেলে দুই ডানা।
ওদের কেন কেউ বকে না
ওড়া এখন মানা¡
খুকুর ব্যথা বুঝবে কে সে
এমন আছে কৈ।
ইচ্ছা করে নেচে আসতে
তাতা থৈ থৈ।
বন্ধ আজ হয়েছে তার
পড়াশুনার খাতা।
হেলে দুলে বলছে কথা
গাছের সবুজ পাতা।
ভিজেও কেমন পাখিগুলোর
কিচির মিচির হাসা।
ঝরিয়ে পালক আগলে রাখে
আপন নিজের বাসা।
নড়চড়ে ঘরে আছে
ছোট্ট ছানাপনা।
জুটাতে খাবার মেঘলা দিনে
মন আনমনা।
ইচ্ছা করে দৌড়ে গিয়ে
দেয় দুটি দানা।
বাচ্চাগুলো আছে কেমন
আছে কার জানা?
ভেকেরা আবার বেজায় খুশি
ডাকছে গ্যাঙোর গ্যা়ং।
লাফিয়ে ঝাঁপিয়ে কেউ আবার
ভাঙে নিজের ঠ্যাং।
প্রজাপতি ভাবে বসে
কার কাছে যাবে?
ঝরা ফুলে কার কাছে
খোঁজ খবর নেবে?
কুকুর খালি শুকনো গলায়
ডাকে ঘেউ ঘেউ।
খালি পেটে বলছে যেন
আছে নাকি কেউ?
অন্ধকারেই জোনাকি খালি
দেখাই শুধু আলো।
দিনে কেন দেখায় না ওরা
যত জগতের কালো?
ঘাসের ডগায় বৃষ্টিতে ঐ
লেগে আছে মুক্ত।
ছোটদের ভাবতে কথা
হই না কেন যুক্ত?
বড়োরা খালি করে শাসন
ছোটদেরই শেখায়।
বড়ো বলেই বড়ো নাতো
বড়োর মতই দেখায়।
ফুটো ছাদের ছেলে মেয়ে
কাঁপছে থর থর।
ছাদ সারিয়ে বলে না কেউ
ভিজলে আসবে জ্বর।
এত দুঃখ চারিদিকে
খুকু ভাবে মনে।
পাখির মতন উড়বে কবে
কে আর তা জানে?

Comments

Popular posts from this blog

মুখোশের আড়ালে - সাজি আফরোজ (সকল পর্ব ১-১৯)

রঙ চা - মাহফুজা মনিরা (সকল পর্ব ১-২৬)

ধোঁয়াশা - সাজি আফরোজ (সকল পর্ব ১-২১)