অপেক্ষার চব্বিশটা বছর - মৃনাল কান্তি বিশ্বাস

তুমি আসবে বলে
যখন ঠিক করেছ --- ?
তখন অনেক- অনেক - দেরি হয়ে গেছে !
সোনালী পাখির ডানার নিচে
নেমে গেছে বিকেলের রোদ ।
জীবন ছুটটে - ছুটটে - থেমে গেছে
শুন্য হাতে , দেওয়ার কিছু নেই !
তুমি আসবে বলে
যখন ঠিক করেছ --- ?
তখন অনেক - অনেক - দেরি হয়ে গেছে !
আসা যাওয়া চেনা পথগুলো ছেঁয়ে গেছে বুনো ঘাসে ।
মনের মোহনায় জেঁগেছে চর
ইচ্ছা গুলো আটকিয়ে আছে তার বালুতে !
বন্ধ হয়ে গেছে পারাপারের সব পথ
আপেক্ষায় নেই কেউ -- !
অন্ধকারে ভরেছে তট , তুমি শুধু অসময়ে !!
তুমি আসবে বলে
যখন ঠিক করেছ ---- ?
তখন অনেক - অনেক - দেরি হয়ে গেছে !
সময় বিক্রি হয়ে গেছে ফেরিওয়ালার ঝুলিতে ---
বসন্ত চলে গেছে বৈশাখীর থাবায় ।
নব্যতা হারিয়েছে জীবনের প্রবাহ ,
মুক্ত চরায় আটকিয়ে আছে তার স্রোত !
তুমি আসবে বলে
যখন ঠিক করেছ -- ?
তখন অনেক- অনেক - দেরি হয়ে গেছে !
হৃৎপিন্ড তার নিজের শক্তি ক্ষয়েছে
ঠোঁটে ভাঁজ এসেছে সময়ের ব্যাবধানে !
সময় আর রঙ মাখার আনন্দে নেই ।
অবেলায় নোঙর তুলে ভেসে চলে জীবন
ছেড়া পালে জীর্ন তরী, স্রোতের টানে ---
ছুটে চলে নিয়মের গতিতে কালের পথে !
তুমি আসবে বলে
যখন ঠিক করেছ --- ?
তখন অনেক - অনেক - দেরি হয়ে গেছে !
একে একে কেঁটে গেছে চব্বিশটা বছর ,
অপেক্ষার প্রতিটা বসন্তে --- ফুটেছে রক্তপলাশ
একটি একটি করে ঝরে গেছে তার সব পাপড়ি গুলো !
শুধু ----
অনেক -- অনেক -- দেরি হয়ে গেছে।। 

Comments

Popular posts from this blog

মুখোশের আড়ালে - সাজি আফরোজ (সকল পর্ব ১-১৯)

ধোঁয়াশা - সাজি আফরোজ (সকল পর্ব ১-২১)

কলঙ্কের ফুল - সাজি আফরোজ (সকল পর্ব ১-২৯)