তুমি আছো বলে - নৌশিন আহমেদ রোদেলা (পর্ব ১৭)


নিশি বসে বসে দাঁত দিয়ে নখ খুটছে,,,তারিকুল রহমান ক্রমাগত চশমার গ্লাস পরিষ্কার করছেন,,,দু'জনের মনটাই ভীষন খারাপ,,,বিঞ্জানীরা যদি মনের কথা জানার কোনো যন্ত্র আবিষ্কার করতেন তাহলে এই সমস্যার সমাধান টা হয়ে যেতো খুব সহজেই,,,,কিন্তু তা যেহেতু হয় নি অতএব এই সমস্যার সমাধানও দুষ্কর,,,আরিফ সাহেব একেরপর এক গ্লাস ফাঁকা করে দিচ্ছেন,,,উনি বুঝে উঠতে পারছেন না,,ব্যাপারটা ঠিক কোন দিকে এগুচ্ছে,,এমন এক থমথমে অবস্থায় হঠাৎই কলিংবেল বেজে উঠলো,,,এমন একটা পরিস্থিতিতে কলিংবেলের শব্দটা বড়ই বেমানান লাগছে,,,ভূতের রাজ্যে দোয়া-দরুদ টাইপ।।সবাই একদৃষ্টে দরজার দিকে তাকিয়ে আছে,, কেউ দরজা খুলছে না,,,আসলে খোলার ইচ্ছে জাগছে না,,,এই অসস্থিকর পরিবেশে কেউ আর নতুন অতিথি নিতে রাজি নয়।।কিন্তু দরজার ওপারের ব্যক্তি তাদের এই অনুভূতি মানতে নারাজ,,,সে ক্রমাগত কলিংবেলে ঝর তোলে যাচ্ছে,,অবশেষে নিশির বাড়ির কাজের মহিলাটি হেলেদুলে গিয়ে দরজাটা খুলে দিলেন।।দরজা খোলার সাথে সাথেই ভিতরে প্রবেশ করলো দু'জন ছেলে,,,তাদের মধ্যে একজন নিলয় আর অন্যজন রেদুয়ান,,,সবার,দিকে তাকিয়ে একফালি সৌজন্যসূচক হাসি ছুড়ে দিলেও কেউ তা রিটার্ন করলো না,,,ভদ্রতার খাতিরেও না,,,হাসির বদল রিটার্ন করলো দুই তিন ডজন বিস্ময়মাখা চোখ,,,

আসসালামু আলাইকুম বাবা,, ভালো আছেন??

তারিকুল রহমানের উদ্দেশ্যে নিলয়ের বলা কথাটা যেনো তারিকুল রহমানকে অবাকের চরম সীমায় পৌছে দিলো,,,একটা অপরিচিত ছেলে তাকে বাবা,ডাকছে,, ব্যাপারটা যথেষ্ট ভাবনার,,,তার যতটুকু মনে পড়ে নিশির মার সাথে বিয়ে হওয়ার একবছর পরই নিশি জন্ম নেই,,আর নিশির মা মারা যায়,,,সো ছেলে সন্তানের প্রশ্নই আসে না,,,তাছাড়া তার কোনো পরকীয়া প্রেমও ছিলো না,,তাহলে এই পুত্রসন্তানের জনক সে কিভাবে হলো??হাউ??তার হাজারো প্রশ্নমাখা ঘোলাটে দৃষ্টিকে উপেক্ষা করে আরিফ সাহেব বলে উঠলেন,,

নিলয়?তুই এখানে??(অবাক হয়ে)

বাবা,,,যথেষ্ট কারনেই এখানে এসেছি,,,

তারিকুল রহমান আবারোও অবাক হলেন,, ছেলেটা আরিফ সাহেবকেও বাবা বলছে,,,কাহিনীটা কি??আর ছেলেটা আরিফ সাহেবের হলে তাকে বাবা কেনো ডাকছে??

তুমি আমাকে চেনো??(অবাক হয়ে)

চিনবো না কেনো??আমার বউয়ের বাবা আপনি,,আই মিন শশুড়মশাই,,,,শশুড়কে না চিনলে চলবে??

বউ??

এবার তারিকুল রহমানের চোখ বেরিয়ে আসার উপক্রম,,,সাথে উপস্থিত সবার,,শুধু রেদুয়ান মুচকি হেসে চলেছে,,,তারিকুল রহমান বেশ চিন্তায় পড়লেন,,,,বলে কি বউ??কিসের বউ??আর সেই বা তার বউয়ের বাপ হতে যাবে কেন??

মানে??কি বুঝাতে চাচ্ছো তুমি??আর তোমার বউই বা কে??

আপনার মেয়েই তো আমার বউ,,,মিসেস নিশি নিলয় চৌধুরী,,, আরিফ চৌধুরীর পুত্রবধূ,,,,

কিহহহ???

তারিকুল ইসলাম অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন,,,তার মেয়ে বিয়ে করে নিয়েছে,,,ভাবা যায়??এদিকে নিশির গলা শুকিয়ে যাবার উপক্রম,,নিলয় যে এক্চুয়েলি কি করতে চাইছে,,,,সে বুঝতে পারছে না,,,

আমার মেয়ে??প্রমান কি??

প্রমান আপনার মেয়ে,,এখন হয়তো ভয়ে কিছু বলবে না,,,আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি,,তাতেই আপনার সন্দেহ ঘুচে যাবে,,,

কথাটা বলেই নিলয় একটা ডিবিডি চালিয়ে দিলো,,,সবাই আগ্রহের সাথে স্ক্রিনে তাকিয়ে আছে,,,কি এমন দেখাবে নিলয় কে জানে??একটু পরই পর্দায় ভেসে উঠলো নিশির মুখ,,,,ভিডিওটা ২ মিনিটের,,যেখানে নিশি রেস্টুরেন্টে দাড়িয়ে ফাহিমকে বলছে যে,,"নিলয় ইজ মাই হাজব্যান্ড"।।

ভিডিওটা দেখে তারিকুল রহমান নির্বাক,,নিশিও অবাক,,,নিলয় ভিডিওটাকে যে এ্যংগেলে এবং যেভাবে এডিট করেছে,,তাতে পরিস্থিতি বুঝা দুষ্কর,,,আরিফ চৌধুরীর মুখে খুশি খুশি ভাব,,,তিনি বেশ বুঝতে পারছেন,, তার ছেলে ঢপ মারছেন,,,এটা ওর ছোটবেলার অভ্যাস,,,এবার,তারিকুল রহমান যাবে কই??বউ তো এবার,দিতেই হবে,,,,


#চলবে

Comments

Popular posts from this blog

মুখোশের আড়ালে - সাজি আফরোজ (সকল পর্ব ১-১৯)

ধোঁয়াশা - সাজি আফরোজ (সকল পর্ব ১-২১)

কলঙ্কের ফুল - সাজি আফরোজ (সকল পর্ব ১-২৯)